চাঁদপুরের নীলকমল ইউপি’র সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদারকে ডাকাতি মামলায় আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মতলব মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি তাকে আটক করে।
মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দামের দায়ের করা মামলায় এক আসামির স্বীকারোক্তিতে নৌ-পুলিশ তাকে আটক করে।
জানা যায়, ওই মামলার আসামি সোহাগ বেপারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীনের নাম বলে। আটক সালাহউদ্দীন চাঁদপুর হাইমচরের কামালউদ্দিন সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চাঁদপুর মোহনপুর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা বলেন, সালাহউদ্দিন সরদারকে ডাকাতি মামলায় আটক করেছি। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর