আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহতকরণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিস আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌরগোপাল গোস্বামী, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, এএইচএম শহিদুল ইসলাম, অধ্যাপক (অব.) অরুণ কুমার সরকার, ফাদার ড্যানিস সরকার, আশুতোষ সরকার, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ প্রমুখ।
আজকের সম্প্রতি সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর