ভালুকায় গাছের সাথে শত্রুতা করে এক কৃষকের অর্ধশত পেঁপের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বর্তা গ্রামের কৃষক সবুজ মিয়া তার রোপণকৃত ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো পেঁপে গাছ কাটা।
এ ঘটনায় সবুজ মিয়া তার সৎ বোন লিপি আক্তারকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বর্তা গ্রামের সবুজ মিয়া ঋণ করে টাকা দিয়ে একটি পেঁপে ক্ষেত করেন। সেই বাগানের পেঁপের ব্যাপক ফলন হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সবুজ মিয়ার সৎ বোন লিপি আক্তার প্রায় অর্ধশত গাছ কেটে ফেলেছে। পরে ৯৯৯ ফোন দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে ওই কৃষকের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্ত লিপি আক্তারের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, পেঁপে গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ