যশোরে অস্বাস্থ্যকর জেলি পুশ করা দুইশ কেজি চিংড়ি মাছ জব্দ ও তা ধ্বংস করেছে র্যাব-৬ ও ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় একইসাথে চিংড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যশোর শহরের রাজারহাট এলাকায় যশোর-সাতক্ষীরা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। এসময় তাদের সাথে যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার উপস্থিত ছিলেন। মধ্যরাতের দিকে সাতক্ষীরা থেকে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশী করে ১২টি ককসিটভর্তি ২০০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেন। পরে এগুলো পরীক্ষা করে দেখা যায়, ওজন বাড়ানোর উদ্দেশ্যে ইনজেকশনের মাধ্যমে চিংড়িগুলোতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চিংড়ির মালিক সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের হযরত আলীকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় ও সরকারী কোষাগারে জমা করা হয়। একইসাথে রাতেই মৎস্য কর্মকর্তার সামনে এসব চিংড়ি ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ