স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার দুলাল খালাশীর (৫৩)। তিনি পেশায় রিক্সা চালক। প্রায় দশ বছর ধরে চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামে বসবাস করছেন তিনি। একটি জরাজীর্ন একটি ছাপড়া ঘর ছাড়া থাকার মত আর কিছুই ছিল না তার। রবিবার বিকেলে হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ হতে একটি দোচালা টিনের ঘর উপহার পান তিনি। ঘর পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন দুটি শিশু বাচ্চা নিয়ে অনেক কষ্টে ছাপড়া ঘরটিতে থাকতে হতো। এত সুন্দর একটি ঘর পেয়েছি মেয়েদের নিয়া এহন আর থাকার কষ্ট রইলোনা।
দোচালা ঘরটির ব্যয় বহন করেন উক্ত ট্রাষ্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলমগীর কবির।
ঘরটি উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাষ্টের পরিচালক জাহাঙ্গীর কবির ও মোস্তফা কবির। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ