জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘এবার শারদীয় দুর্গা উৎসবে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল পূজা মণ্ডপে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রহরী হয়ে পাহারা দেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতিমধ্যে দলের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন’।
শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মের অনুসারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা-৪ আসনের জাপা দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা শ্যামপুর কদমতলীর ১২টি মন্দিরে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া ৫০০ শত হিন্দু নারীদের শাড়ি উপহার দেন।
সংসদ সদস্য বাবলা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করছেন। সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বাধাহীনভাবে পালন করছে। কিন্তু দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবার প্রয়াসে মাঝে মধ্যে একটি অশুভ সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বনে ও মন্দিরে হামলা করার অপচেষ্টা করে। বাংলাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকল ধরনের সাম্প্রদায়িক হামলা ও আগ্রাসন ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াবে’।
বিশ্বহিন্দু পরিষদ ঢাকা মহানগরের সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের বক্তব্য দেন ডিএমপি ওয়ারী ডিভিশনের ডিসি জিয়াউল আহসান তালুকদার, আওয়ামী লীগ নেতা হাজী নুর হোসেন, জাতীয় পার্টির কদমতলীর থানার সভাপতি শামসুজ্জামান কাজল, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাথী আক্তার, শ্যামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল আলম, হিন্দু মহাজোটের যুগ্ন মহাসচিব ডি.কে সমীর, জাতীয় পার্টির ৫২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. স্বাধীন, যুব সংহতি শ্যামপুর থানার সভাপতি মারুফ হাসান মাসুম, স্বেচ্ছাসেবক পার্টি শ্যামপুর খানার সভাপতি রনি হাওলাদার, তরুন পার্টির শ্যামপুর থানার সভাপতি লিটন আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কদমতলী থানার সভাপতি ইদ্রজিৎ দে ও শ্যামপুর থানার সভাপতি সুনীল টাইগার প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা