বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আদায়ের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গোপালগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সরকারি কর্মচারীদের জন্য ৯ম পে স্কেল কমিশন বাস্তবায়নের লক্ষ্যে পে স্কেল কমিশন গঠন, অন্তর্বতীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা প্রদান, মন্ত্রণালয়ের নাম পদ-পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের মাধ্যমে বৈষম্য দূরীকরণ ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষিত ১০ ধাপে ৯ম পে স্কেল প্রদান, ২০১৫ সালে প্রত্যাহাকৃত টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বাসাভাড়া বৃদ্ধি এবং শতভাগ পেনশন ব্যবস্থা চালুসহ ৭ দফা দাবিতে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন শেষে ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। মানববন্ধনে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল