কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর উদ্ধার করা হয়েছে বাহারুল আলম বাহার নামে এক ব্যবসায়ীর লাশ। শনিবার সকালে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি আকরাম উল্লাহ বলেন, গত বৃহস্পতিবার রাতে সাম্পানে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে যান বাহার। এরপর থেকে নদীতে তল্লাশি শুরু করে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম