ময়মনসিংহের ফুলপুরে স্ত্রী ফারজানা আক্তারকে (৩০) পিটিয়ে মারার অভিযোগে স্বামী আকরাম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রাম থেকে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আকরাম ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জানা যায়, ৮-৯ বছর আগে আকরামের সাথে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের ফরিদ আহমেদের কন্যা ফারজানা'র (৩০) বিবাহ হয়। তার সংসারে তিনছেলে জন্ম নেয়। গত ২৯ সেপ্টেম্বর পারবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মারপিট করলে অজ্ঞান হয়ে পড়েন ফারজানা।
পরবর্তীতে বাবা ফরিদ আহমেদকে খবর দিলে তিনি গতকাল শুক্রবার সকাল মেয়েকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। এনে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে ফারজানার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, স্বামী আকরামকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মাথা ও চোয়ালসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক