বগুড়ায় ৯৯৯ এ ফোন পেয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন নারী এবং বাকি ৪ জন পুরুষ।
শনিবার দুপুর ২টায় জেলা শহরের একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। তবে এরা সবাই বগুড়ার বাসিন্দা এবং সকলের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বলে জানিয়েছে বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা।
বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার জানান, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে বগুড়ার ঝোপগাড়ির একটি রিসোর্ট থেকে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম