৭ দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো : আব্দুল হান্নান লিটন ও বিজয় কান্তি বড়ুয়া। বক্তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। এ সময় বক্তারা জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবিদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বগতি। যার ফলে কর্মচারিদের পরিবার-পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে। র্দীঘ এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা যোগ দেন।
বিডি প্রতিদিন/হিমেল