নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া নরপদি এলাকার একটি ঝোঁপ থেকে মো. কায়েস (১৫) নামে এক কিশোর মিশুক চালকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পরে শনিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত কায়েস (১৫) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. কাশেম মিয়ার ছেলে।
নিহতের যমজ ভাই সায়েম জানান, তার ভাই মিশুক চালক। গত বুধবার মিশুক নিয়ে বেড় হয়ে আর বাড়ি ফিরেনি। সে থেকে নিখোঁজ ছিল তার ভাই কায়েস ।
বন্দর থানার এস আই শিহাব জানান, স্থানীয়দের মধ্যমে খবর পেয়ে কায়েস নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতদেহটি পচন হওয়ায় কোন আঘাতে চিহৃ বুঝা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, মৃত্যুর রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম