ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় মানুষের জন্য ফ্রি হাটের আয়োজন করেছে। শনিবার সকাল ১০ টায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি হাটের উদ্বোধন করেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল।
এর আগেও বিভিন্ন ধর্মীয় উৎসবে সংগঠনটির উদ্যোগে ফ্রি হাট বসানো হয়। এরই ধারাবাহিকতায় এবার পূজা উপলক্ষ্যে উপজেলার আঠারবাড়িতে এমন আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। ফ্রি হাটে ৩০০ জনকে দেয়া হয়েছে কাপড়, আলতা, চুড়ি, সিঁদুর, তেল, নারকেল ও চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিকস পণ্য।
বিনামূল্যে এতসব পণ্য পেয়ে সুজন চন্দ্র নামের একজন উপকারভোগী বলেন, ‘পূজার আগ মুহূর্তে প্রয়োজনীয় জিনিস নিয়ে এভাবে এর আগে আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের উৎসবকে আরও রাঙিয়ে দিয়েছে তারা।’
বিদ্যা সিনহা নামের আরেক কিশোরী জানায়, ‘এই হাটে নতুন জামা পেয়ে আমি অনেক খুশি। আমার খুবই ভালো লাগছে। পূজায় নতুন জামা পরে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবো।’
সংগঠনটির স্বেচ্ছাসেবী সোয়েল মিয়া বলেন, ‘আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমাদের চাওয়া উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’
প্রধান অতিথির বক্ত্যবে ভারতীয় ডেপুটি হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বলেন, ‘সমাজের দরিদ্র মানুষের সেবা করা মহৎ কাজ। মুক্তির বন্ধনের কাজকে আমি স্বাগত জানাই। সেই সাথে এমন উদ্যোগ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।’
বিশেষ অতিথির বক্ত্যবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য বলেন, ‘সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এমন উদ্যোগ খুবই কার্যকর। আমাদের সবার মাঝে সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক।’
এতে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মোস্তাফিজুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাসিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক