গাজীপুরে অভিযান চালিয়ে এক অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। গ্রেফতারকৃতের নাম বাবুল (২৮)। তিনি নীলফামারী জেলার সদর থানার নেতাবানিয়া পাড়ার মৃত সোবহানের ছেলে। এসময় তার কাছ থেকে ছিনতাই করা একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবী এলাকার পাকা রাস্তার উপর শুক্রবার রাতে কয়েকজন ছিনতাইকারী এক অটোচালককে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে। কাশিমপুর থানার পুলিশ ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জনগনের সহায়তায় ছিনতাইকারী বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ২ জন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে বাবুলের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম