৩ অক্টোবর, ২০২২ ১৮:০৪

বরিশালে লঞ্চের চাপায় পা বিচ্ছিন্ন নারীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে লঞ্চের চাপায় পা বিচ্ছিন্ন নারীর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাটের পন্টুনে থাকা এক নারীর পা লঞ্চের চাপায় ভেঙে মুচড়ে গেছে। 

গতকাল রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রায় পা বিচ্ছিন্ন ওই নারীর নাম রিনা আক্তার (২৯)।

ঘটনাস্থল পরিদর্শনকারী মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আহত রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে কালিগঞ্জ লঞ্চঘাটে গিয়েছিলেন। এ সময় একটি লঞ্চটি টার্মিনালে নোঙ্গর করলে রিনা তার মাকে লঞ্চে উঠিয়ে দিচ্ছিলেন। এ সময় লঞ্চ ওপন্টুনের মাঝে চাপা লেগে তা বাম পায়ে হাটুর নিচের অংশ ভেঙে থেতলে যায়। হাটুর নিচের অংশ চামড়ার সাথে ঝুলছিল। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতেই তাকে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। 

শেবাচিম হাসপাতাল সূত্র জানিয়েছেন, ওই রাতে রিনাকে অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়। রিনার ক্ষতিগ্রস্ত বাম পায়ে হাটুর নিচ থেকে হাড় গুড়ো গুড়ো হয়ে গেছে। পাটি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তারপরও পা না কেটে সবকিছু ম্যানেজ করে ব্যাক 
স্লাব দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর