দিনাজপুরের হাকিমপুরে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৭টার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট ইউপির ধাওয়ানশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুস সালাম হাকিমপুর উপজেলার আলীহাট ইউপির ধাওয়ানশিপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধাওয়ানশিপুর বাজার এলাকায় ছাদে সন্ধ্যায় হাঁটাহাঁটি করছিলেন আব্দুস ছালাম। এসময় বিদ্যুতের তারের সঙ্গে ছাদের একটি রডকে আটকে থাকতে দেখেন। সেটি হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ