ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬২৫ ভোট। আর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট।
ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে ফরিদপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী চশমা প্রতিকের শাহাদাত হোসেন পেয়েছেন ৬৬ ভোট। মধুখালীতে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৯৮ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬০ ভোট। চরভদ্রাসনে আওয়ামী লীগের প্রার্থী পান ২০ ভোট আর বিদ্রোহী প্রার্থী পান ৩০ ভোট। আলফাডাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী পান ৬১ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৩১ ভোট। বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৭৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬৬ ভোট। সদরপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৩ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৮২ ভোট। ভাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১৩২ ভোট। নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৪৮ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬৪ ভোট। সালথা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩০ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৭৪ ভোট।
এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলার ১ হাজার ১শ ৮০ জন ভোটার ভোট ভোট প্রদান করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন