পঞ্চগড়ে আব্দুল হান্নান শেখ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চশমা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি ২৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমান। তিনি ২৩১ ভোট পেয়েছেন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়া উপজেলায় আলমগীর হোসেন, সদর উপজেলায় রুবেল ইসলাম, আটোয়ারী উপজেলায় বাবু কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন এবং বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুর রহমান।
দুটি সংরক্ষিত মহিলা আসনে আক্তারুন্নাহার সাকি এবং তানজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন