মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আব্দুস সালাম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ গোলাম রসুল ১১৫ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং (মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে আজিমুল বারি মুকুল, ২ নং ( মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে ইমতিয়াজ বিশ্বাস মিরন, ৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডে মিজানুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে জয়লাভ করেছেন শামিম আরা হিরা।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ইভিএমএ ভোটগ্রহণ সম্পন্ন হয়। মেহেরপুরে ৩টি কেন্দ্রে ৬টি বুথে মোট ২৯৪ জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩টি ভোট বাতিল হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল