রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ সোমাবার বিকাল সাড়ে ৩ টার রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটো (আনারস) পেয়েছেন ২৮ ভোট।
বিডি প্রতিদিন/এএম