নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট অসিত সরকার সজল বিজয়ী হয়েছেন। সোমবার জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট অসিত সরকার সজল ৯৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা সুলতানা প্রজাপতি প্রতীকে ২১৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. আবু সহিদ খান জ্যোতি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। মোট ভোট পড়েছে ১২০৬টি। বাতিল হয়েছে ৫টি ভোট। মোট বৈধ ভোট ১২০১টি।
জেলার ১০টি উপজেলায় মোট ভোটার ছিল ১ হাজার ২১১ জন। চেয়ারম্যান পদের বিপরীতে ৩ জন, সাধারণ সদস্য পদে লড়েছেন ৪১ জন ও সংরক্ষিত আসনে ছিলেন ১২ জন প্রতিদ্বন্দ্বী।
বিডিপ্রতিদিন/কবিরুল