পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচনে ঘোড়া প্রতীকে মো. হাফিজুর রহমান পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. খলিলুর রহমান মোহন আনারস প্রতীকে পেয়েছেন ৪৭১ ভোট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন