মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন পুনরায় নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র কেএম বজলুল হক রিপন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৫ ভোট।
নির্বাচিত সদস্যপ্রার্থীরা হলেন সদর উপজেলায় আবুল বাসার, সাটুরিয়া উপজেলায় আব্দুর রাজ্জাক, দৌলতপুরে সফিকুল ইসলাম, ঘিওর মাহবুবুর রহমান জনি, শিবালয়ে আ. কুদ্দুস, হরিরামপুরে হায়দার তারেক, সিংগাইরে তমিজ উদ্দিন। এছাড়া সংরক্ষিত আসনে তিনজন নির্বাচিত হন।
সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
মানিকগঞ্জে এবার কোনো প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি। গত নির্বাচনে চারজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
মানিকগঞ্জে ৬৫টি ইউনিয়ন পরিষদ, ৭টি উপজেলা পরিষদ ও ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার ছিলেন ৮৮৯ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল