নারায়ণগঞ্জে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের শুরুতে কিছুটা উত্তেজনা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ফলে কোন বিশৃঙ্খলা ঘটেনি।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল ও দু’জন সদস্য।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। এতে ১নং ওয়ার্ডে (সিটি কর্পোরেশন এলাকা) দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। তারা হলেন মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম। তারা দু’জন ১৫টি করে ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন পেয়েছেন ৩ ভোট।
২ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ। তিনি পেয়েছেন ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫৮ ভোট। সংরক্ষিত নারী কোটায় জিতেছেন সাদিয়া আফরিন। বই প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১২৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার হরিণ প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। এছাড়া সোনারগাঁওয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট। সংরক্ষিত নারী পদে রুপগঞ্জের মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা রানী পাল নির্বাচিত হয়েছেন।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন জেলার নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসেছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ যারা দায়িত্ব পালন করছেন কোথাও কারও মধ্যে নিয়মের ব্যত্যয় দেখা যায়নি। নির্বাচন ভালো হয়েছে, সব কেন্দ্রেই সন্তোষজনক ভোট পড়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান ব্যতীত পাঁচটি সাধারণ সদস্য ও দু’টি সংরক্ষিত নারী সদস্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠিত। নির্বাচনে ৩টি সদস্য ও ২টি সংরক্ষিত পদের জন্য লড়াই করেছেন ১৯ প্রার্থী। মোট ভোটার ৬১০ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দিয়েছেন। গত ১ সেপ্টেম্বর ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ সোমবার নির্বাচনে পাঁচটি কেন্দ্রের ১০টি কক্ষে ভোটগ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন