নরসিংদীতে টানটান উত্তেজনায় শেষ হলো জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়াকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঁইয়া।
নির্বাচনে মনির হোসেন ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া পেয়েছেন ৩৫০ ভোট।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে শুরু হয়ে ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। জেলায় মোট ৩টি আসন বা পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী করেন ২৬ জন প্রার্থী।
তাদের মধ্যে জেলা চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েন আরও ১০ জন। মোট ১০০৩ জন ভোটারের জন্য জেলার ৬ উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ স্থাপন করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪৫০ এর অধিক আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করেন। নিবার্চনে ঘিরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন