মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের জয়জয়কার হয়েছে। জেলার তিনটি ওয়ার্ডেই জয়লাভ করেছেন টিউবওয়েল প্রার্থী।
নির্বাচিতরা হলেন ১নং (মুজিবনগর উপজেলা) ওয়ার্ডের প্রার্থী আজিমুল বারি মুকুল ২২ ভোট, ২নং (মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডের প্রার্থী ইমতিয়াজ বিশ্বাস মিরন ৫৫ ভোট ও ৩নং (গাংনী উপজেলা) ওয়ার্ডের প্রার্থী মিজানুর রহমান ৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
এদিকে, নির্বাচনে দু’জন সাধারণ সদস্য প্রার্থী ও একজন সংরক্ষিত মহিলা আসনের পার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন ৩নং (গাংনী উপজেলা) ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (বৈদুতিক পাখা) শূন্য ভোট পেয়েছেন ও ২ নং (মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে আব্দুল কুদ্দুস পেয়েছেন শূন্য ভোট। আপরদিকে, ১নং (মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উম্মে সালমা (ফুটবল) পেয়েছেন ৪ ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল ১১৫ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন