জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজা শামসুল আলম নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৯১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত পেয়েছেন ৯৬ ভোট।
বেসরকারিভাবে খাজা শামসুল আলমকে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। মোট ৪৯২ জন ভোটারের মধ্যে মোট ৪৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ড (পাঁচবিবি উপজেলা) আবু সাইদ আল মাহমুদ চন্দন, ২ নং ওয়ার্ড ( জয়পুরহাট সদর উপজেলা) রমজান আলী সরদার, ৩নং ওয়ার্ড (কালাই উপজেলা) রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড (ক্ষেতলাল উপজেলা) আব্দুল হান্নান মিঠু, ৫ নং ওয়ার্ড (আক্কেলপুর উপজেলা) মাজহারুল আনোয়ার লিটন। এছাড়া সংরক্ষিত নারী আসনে সাবিনা চৌধুরী ও রত্না রশিদ জয়লাভ করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ