গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলার ৫ উপজেলায় ৫টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ৫ উপজেলায় ৫ জন পুরুষ ও ২ জন নারী সদস্য নির্বাচিত করেন ভোটাররা।
এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচিত সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডে রবিউল আলম সিকদার, ২নং ওয়ার্ডে এস, এম কামাল সেলিম, ৩নং ওয়ার্ডে আরমান হাফিজ, ৪নং ওয়ার্ডে কামরুল ইসলাম বাদল এবং ৫নং ওয়ার্ডে বি.এম তৌফিক ইসলাম।
এছাড়া সংরক্ষিত মহিলা ১,২ ও ৩নং ওয়ার্ডে সারমিন নাহার অধরা এবং ৪ ও ৫ নং ওয়ার্ডে শ্রাবণী খানম।
উল্লেখ্য, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুন্সী আতিয়ার রহমান জেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন