ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফেনীতে থেমে থেমে ভারী বর্ষণ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতসহ দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুতি সভার মাধ্যমে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
জেলার সমুদ্র উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে এবং আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সোমবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এসময় উপস্থিত ছিলেন সকল জন-প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ও স্বেচ্ছাসেবক সদস্যরা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এজন্য ২৩ হাজার মানুষের ধারণ ক্ষমতা ৪৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ১৪টি মেডিকেল টিম কাজ করছে। মাঠে দুই হাজার স্বেচ্ছাসেবকসহ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা একযোগে কাজ করছেন। পাশাপাশি নগদ ৫ লাখ টাকা ও ২৫ মেট্রিক টন চালসহ পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ইউপি চেয়ারম্যানদের মাঠে থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, আশ্রয় কেন্দ্রের কোনো মানুষ খাওয়ার যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখা হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত মোমবাতি থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ গুরুত্বসহকারে মাঠে কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এমআই