বরিশালে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা শ্রমিক দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোমবার নগরীর সদর রেডের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি আ. রব হাওলাদার, মজিবর রহমান, নান্নু মিয়া, আ. গফফার মোল্লা, জাহাঙ্গীর সরদার, যুগ্ম সম্পাদক কামাল সরদার, আনিচ মীরা ও রিপন হাওলাদারসহ অন্যান্যরা।
সভায় ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবব্ধ হয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম