বগুড়ার সোনাতলা উপজেলার কৃষক আবু তাহের বাবলু (৫০) হত্যা মামলায় অভিযুক্ত আতাউল হক সরকার ওরফে আতা সরকারকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল সোমবার দুপুরে এ রায় দেন। রায়ে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। রায়ে ২০ হাজার হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আতা সরকার সোনাতলা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত মন্তেজার রহমান মন্তার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নিহত বাবলু ও আতা সরকারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে ২০০৭ সালের ৯ অক্টোবর দুপুর ১টার সময় আবু তাহের বাবলু মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আতা সরকার তাকে মারপিটে গুরুতর আহত করে। এ সময় বাবলুর স্ত্রী ও ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। আহত বাবলুকে উদ্ধার করে প্রথমে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটানায় নিহতের শ্যালক উপজেলার পাঠানপাড়ার সেলিম আকন্দ বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি আতাসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন সোনাতলা থানার তৎকালীন এস আই আ: ছালাম। এরপর সকল সাক্ষ্য প্রমাণে সোমবার আতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর তিন আসামিকে খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এড. সাব্বির আহম্মেদ বিদ্যুৎ ও এপিপি এড. নাসিমুল হক হলি। আসামিপক্ষে পরিচালনা করেন এড. রফিকুল ইসলাম লাল ও এড. নূরে আলম ফটিক।
বিডি প্রতিদিন/এএম