বগুড়া সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪১ ঘণ্টা পর লাশ ভেসে উঠেছে ৬ বছরের শিশু মো. ঘোতার। ঘোতা উপজেলার চালুয়াবাড়ী ইউপির মানিকদাইড় গ্রামের মনির উদ্দিনের ছেলে। গত শনিবার দুপুর ২টার সময় চালুয়াবাড়ী ইউপির মানিকদাইড় বাজারের পাশে যমুনা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে যমুনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান বাদশা ভুঁইয়া বলেন, শিশুটি মানিকদাইড় বাজারের পাশে শনিবার দুপুরে যমুনা নদীতে নিখোঁজ হয়েছিল। ঘটনাস্থল হতে ৫০০ মিটার দক্ষিণে সোমবার সকালে তার লাশ ভেসে উঠে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়। সোমবার সকালে ডুবুরিদল বগুড়ার দিকে রওয়ানা হলে শশুর লাশ ভেসে উঠার খবরে তারা নাটোর পর্যন্ত এসে আবার ফিরে গেছেন।
বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিশুটির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম