কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো- আদম আলী ও হোসেন আলী। আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, শনিবার রাত এগারোটার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজে এলাকায় সাইদুল ইসলামের বাড়ীর পাশে সড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে। আটককৃতদের নিকট হতে চারটি মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। এরপর তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম