বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় হালকা বৃষ্টিপাত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে পানিজমে যানজটের পাশাপাশি ভোগান্তি বেড়ে যায় পথচারীদের।
জানা যায়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিয়েছে। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে বগুড়ায়। সিত্রাংয়ের প্রভাবে দিনভর বৃষ্টিপাত হয়।
সোমবার দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়তে থাকে বগুড়ায়। দিনভর বৃষ্টিপাতে পথে চলাচলকারীদের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিন থাকায় বগুড়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও বয়ে গেছে।
জেলা শহরের থানামোড়, সাতমাথা, ইয়াকুবিয়া স্কুল মোড়, কাঁঠালতলা, চেলোপাড়া মোড়, ফতেহ আলী মোড়, বড়গোলা মোড়ে পথচারীরা যানজটে পড়ে। বিকালে সাধারণ মানুষের চলাচল কমে যায়। তবে শহরের বেশিরভাগ এলাকায় সড়কে কাদা সৃষ্টি হয়।
বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই