রাঙামাটিতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটিবাসীর ভোগের অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে। মানুষকে ঠকিয়ে যারা অবৈধভাবে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সূত্র জানিয়েছে, রাঙামাটি শহরের বনরূপা এলাকায় অবস্থিত মাস্টারশেফ নামে এক রেস্টুরেন্টকে পণ্যের গায়ে দাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সতর্কতামূলকভাবে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, খাজা গরীবে নেওয়াজ পোল্ট্রি ফার্ম নামে একটি মুরগির দোকানকে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই