ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ ইমন মিয়া (৩৪) এবং মোঃ বুলবুল মিয়া (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত রবিবার রাতে বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামের আমিনের ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমন মিয়া মহেশপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে ও বুলবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সরকারপাড়ার নুর ইসলামের ছেলে।
সোমবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদা গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম