কুড়িগ্রামে রবিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে স্থানীয় পর্যায়ে কবি সাহিত্যিকদের অংশগ্রহণে রবিবার ও সোমবার দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
উদ্বোধনী দিনে রবিবার কলেজ মোড়স্থ শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে সাহিত্য সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এতে জেলার পাঁচ শতাধিক নবীন-প্রবীণ, কবি-লেখক, সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোখলেছুর রহমান আকন্দ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান্যান এ্যাড. মমতাজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম