ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে স্থবির হয়ে পড়েছে কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম। কাজে যেতে পারেননি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিন ফুলপুর বাসস্ট্যান্ড, ছনকান্দা, আমুয়াকান্দা, ভাইটকান্দি ও উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, বরাবরের চেয়ে দোকানপাট কম খোলা রয়েছে। সড়কের পাশে খোলা জায়গায় ফুটপাতের দোকান ছিল না বললেই চলে।
এ ব্যাপারে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহীম বলেন, ‘সারাদিন ঘর থেকে বের হতে পারিনি। দোকান করমু কেমনে? সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে।’
এমদাদুল নামে আরেক ব্যবসায়ী বলেন, সারাদিন চার পয়সার বেচাকেনা করতে পারলাম না। এখন বৃষ্টির কারণে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় আছি।
রহিমা খাতুন নামে এক নারী বাজার নিয়ে ভিজে বাড়ি ফিরছিলেন। তার নিকট জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে পুরুষ মানুষ কেউ না থাকায় তাকে ভিজেই বাজারে আসতে হলো।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই বৃষ্টি দিন-দুয়েক অব্যাহত থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই