কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রথম অধিবেশন উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশন জেলার সার্কিট হাউসে দিবাগত রাত পর্যন্ত চলে।
সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সাবেক ছাত্র নেতা আহসান হাবীব রানাকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
এই দুই পদসহ উলিপুর উপজেলা আওয়ামী লীগের ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সহসভাপতি আজিজুল হক মুকুল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সহসভাপতি সাইদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবুসহ অন্যান্যরা।
এছাড়া বর্তমান কুড়িগ্রাম-১ (উলিপুর) আসনের এমপি অধ্যাপক এম এ মতিনকে সদস্য এবং নারী নেত্রী মতি শিউলিকেও সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই