ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাবনায় রবিবার দিবাগত রাত থেকে টানা বর্ষণ চলছে। সেই সঙ্গে বইছে ঝড়ো বাতাস। পাবনার নদ-নদীগুলিতেও পানি বেড়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে সকল নৌপথে চলাচলকারী সব নৌযান।
রবিবার মধ্যরাতে থেকে টানা বৃষ্টিতে পাবনা শহরের নিম্নাঞ্চলের অলিগলি ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
পাবনার সর্ববৃহৎ নৌঘাট কাজিরহাটের ট্রাফিক ইন্সপেক্টর এসএস খালেদ মোশাররফ বলেন, নদীতে বৈরী আবহাওয়ার কারণে কাজীরহাট নদী বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজিরহাট-আরিচা, কাজিহাট-পাটুরিয়া বা দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
সিত্রাংয়ের প্রভাবে পাবনায় গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস বইছে। রবিবার রাত ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে এই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় নৌযান চলাচলে নিয়ন্ত্রন করা হয়েছে। যে কোন দুর্ঘটনা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এএম