বান্দরবানে তিনজন গরু ব্যবসায়ীকে খুনের দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
বান্দরবানের পাবলিক প্রসিকিউটর ও সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৬ সালে থানচি থানায় দায়ের করা মামলায় দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।
পলাতক থাকায় রায় ঘোষণার সময় আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামিদের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-যোহন ত্রিপুরা (২০), জসিন ত্রিপুরা (২৫), জনব্যাক (২২), শানি ত্রিপুরা (২০), আকাশ (২২), শিগরাম ত্রিপুরা (৩৭), সেনেন্দ্র ত্রিপুরা (২৭), জর্জ ত্রিপুরা (২৮), যোসেফ ত্রিপুরা (২৫) ও জয় বাহাদুর (২৪)। তারা সবাই বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৫ এপ্রিল থানচি সদর ইউনিয়নে গরু কিনতে গিয়ে খুন হন আবু বকর, নুরুল আফসার এবং সাহাবুদ্দিন। পরদিন আবু বক্করের ছোট ভাই আবু নাইম বাদী হয়ে এ ব্যাপারে থানচি থানায় মামলা রুজু করেন।
বিডি প্রতিদিন/এমআই