তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের জয়নগর-কেশবপুর গ্রামে।
আহতদের মধ্যে খলিল হোসেন (৬০) ও তার স্ত্রী লিলি বেগম (৪০) এবং সাইদুল ইসলামকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বাকি সাইফুল ইসলাম (৪৩), লেমন হোসেন (২২), রেনু (৩০), সাজেদা (৬০) ও তহমিনা (৪০) কে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, ছোটদের খেলাধুলা নিয়ে তার ইউনিয়নের জয়নগর-কেশবপুর গ্রামে খলিল হোসেন ও প্রতিবেশী সাইফুল ইসলামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি।
বিডি প্রতিদিন/এএম