নাটোরে চিনিকলে মান সম্পন্ন বীজ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক এক প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের ড. মোহাম্মাদ আমজাদ হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শামছুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিবুর রহমান, মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানাসহ অন্যরা।
চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) অংশগ্রহণে এ কর্মশালায় রোগমুক্ত ও পরিচ্ছন্ন বীজ আখ উৎপাদন বিষয়ে আলোচনা এবং বীজ আখ রোপন করলে চাষীদের আখের ফলন আশানুরূপ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা সঞ্চালনায় কর্মশালায় নাটোর চিনিকলের ১শ' জন সিআইসি, সিডিএ এবং সাবজোন প্রধানগণ অংশগ্রহন করেন। এ বছর প্রান্তিক পর্যায়ে ৯৬ জন কৃষক এ সুবিধার আওতায় আসবে বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএম