নাটোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা সিরাজ ভূঁইয়াকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে যুবক আলামিনকে অভিযুক্ত করে ভুক্তভোগী যুবতী নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আহত সিরাজ ভুইয়াকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বখাটে যুবক আলামিন পলাতক রয়েছে। বখাটে আলামিন শ্রীধরপুর মুচির মোড় এলাকার আবুবক্করের ছেলে।
পুলিশ ও আহত সিরাজ ভুইয়ার পরিবারের সদস্যারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে আলামিন তার মেয়েকে চলার পথে উক্তত্য করে আসছিল। উক্তত্যের মাত্রা বেড়ে গেলে তিনি তার মেয়েকে বিয়ে দিয়ে দেন। কিন্তু আলামিন এতে ক্ষিপ্ত হয়ে উঠে। মেয়ে ও জামাই বাড়িতে আসলেই তাদের বিরক্ত করা শুরু করে। এই বিষয়টি বখাটে যুবক আলামিনের পরিবারকেও জানানো হয়। এর পর আলামিন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ২২ অক্টোবর বাড়ির সামনে মেয়েকে অশ্লীল কথা বার্তা বলতে থাকে। এ ঘটনায় ২২ অক্টোবর থানায় একটি অভিযোগ করেছিলেন ভুক্তভোগী ওই যুবতী। থানায় অভিযোগ করলে গতকাল সোমবার সকালে আবারো উত্যক্ত করে আলামিন। এ সময় বৃষ্টির বাবা সিরাজ ভূঁইয়া এর প্রতিবাদ করলে উক্তত্যকারী আলামিন সিরাজ ভুইয়াকে চাপ্পল দিয়ে কুপিয়েছে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিরাজ ভুইয়াকে উদ্ধার কবে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম