সিংড়ার চলনবিলে শিকারির ফাঁদে আটকে পড়া ৫টি শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে পরিবেশ কর্মীরা। সোমবার দিনব্যাপী চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে আটকে পড়া পাখিগুলো উদ্ধার করা হয়।
এসময় পাখি শিকারের জন্য পেতে রাখা ১৫টি ফাঁদ ও প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। আর পাখি শিকার করবে না মর্মে এনামুল ও চান্দু নামের দুই শিকারির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে চলনবিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে এক শ্রেণির লোকজন বিভিন্ন ধরণের ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। সোমবার সিংড়ার চলনবিলের পেট্রোল বাংলা পয়েন্ট, ইটালী, সিকিচড়া, জামতলী, কৈগ্রাম এলাকায় পাখি শিকার রোধে প্রচারণা চালানো হয়। এসময় বিলের বিভিন্ন পয়েন্টে পাখি শিকারের জন্য পেতে রাখা বিশেষ ভাবে তৈরি ফাস ফাঁদ ও ১৫টি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করে ধ্বংস এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে এলাকাবাসীকে দিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম