নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কালাম হোসেনের ৮০০টি কলার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড়বেলঘড়িয়া গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কালাম হোসেন বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। সে বড়বেলঘড়িয়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।
জানা যায়, ২০১৯ সাল থেকে মাদারীপুর গ্রামের রেজাউল করিমের কাছ থেকে লিজ জমি নেয় বড়বেলঘড়িয়া গ্রামের কালাম হোসেন। প্রায় ৫/৬ মাস আগে রেজাউল মারা যায়। তারপর থেকেই ঐ জমি ভোগ দখল করে আসছে কালাম হোসেন। রেজাউলের কোনো সন্তান না থাকায় তার আত্মীয়-স্বজন জমি দখলে মরিয়া হয়ে পড়ে।
কৃষক আবুল কালাম জানান, এই জমিগুলো বন্ধক নেয়ার পর রেজাউল করিম আমাকে রেজিস্ট্রি করে দেয়ার জন্য টাকা গ্রহণ করেন। কিন্তু আকস্মিক সে মারা যায়। তার কোনো সন্তান না থাকায় আমি ভোগদখল করে আসছি।
সিংড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে সরেজমিনে গিয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম