মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কর্মী পোস্ট ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ও লাল তীর বীজ কোম্পানির বিভাগীয় কর্মকর্তা তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। কর্মশালায় মূল উদ্দেশ্য উপস্থাপন করেন লাল তীর লাইভস্টকের সেলস ম্যানেজার কৃষিবিদ ডা. শাহাদত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ আসমা খাতুন।
উদ্যোক্তা প্রজেক্টের সার্বিক দিক তুলে ধরেন আইডিই’র ফিল্ড কো-অর্ডিনেটর পার্থ কুমার পাল, উপস্থিত ছিলেন আইডিইর কর্মকর্তা অনুপনা রায়, টোকনিক্যাল স্পেশালিস্ট কৃষিবিদ আতিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা ডেইরি খামার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, লাল তীরের সোহেল রানা ও আবুল হোসেন মন্ডল। শেভরন বাংলাদেশ ও সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে এবং বেসরকারি এনজিও সংস্থা আইডিই’র সহায়তায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন কৃত্রিম প্রজনন কর্মী ও খামার মালিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই