আব্বাস উদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শতাধিক শিল্পীর অংশগ্রহণে এবং কয়েক হাজার দর্শকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন।
রাজারহাট উপজেলার মীর ইসমাঈল হোসেন ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় লোকসংগীত একাডেমির আয়োজনে এই উৎসবে গভীর রাত পর্যন্ত শতাধিক শিল্পীর পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। আব্বাস উদ্দিনের বিখ্যাত গান ছাড়াও লোক নৃত্য ও গুণি শিল্পীদের সংবর্ধনা ছিল উৎসবের আয়োজনের অন্যতম আকর্ষণ। ঢাকা ছাড়াও উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকার শিল্পী ও গবেষকরা এই উৎসবে অংশ নেন।এতে রাজারহাট লোকসংগীত একাডেমীর সভাপতি নাজমুল হুদার সঞ্চালনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রংপুর গিদালের আখরার সভাপতি খ.ম আলী সম্রাট, ভাওয়াইয়া গবেষক অনন্ত কুমার দেব, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ কবি আবু জোবায়ের আল মুকুল, গীতিকার ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, আমেরিকা প্রবাসী ভাওয়াইয়ার গীতিকার মোহর খান, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম