কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নৌকা প্রার্থীর কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের (স্বতন্ত্র প্রার্থী) বিরুদ্ধে। এতে কায়েফ আলী (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে খোকসা পৌরসভা ভবন সড়কের যুবসংঘ ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি পৌরসভার পাতেলডাঙী এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বলছেন, 'তাঁরা কোনো হামলায় জাড়ায়নি। নিজেরা নিজেদের গুলি করে অন্যকে দোষারোপ করছেন।' এদিকে পুলিশ বলছে রাতে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। এ্যাক্সিডেন্টলি (দুর্ঘটনাবশত) বা আত্মঘাতী হতে পারে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ' রাতে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে এক্সিডেন্টলি বা আত্মঘাতি হতে পারে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'
বিডি প্রতিদিন/হিমেল