ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা, দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন গোপালপুর নূরানী মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা আরিফুর রহমান দোলনের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন বলেন, ‘আরিফুর রহমান দোলন শুধু আলফাডাঙ্গারই কৃতি সন্তান নন, তিনি গোটা ফরিদপুরের গর্ব। এত কম বয়সে এলাকার অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন তা বলা বাহুল্য। তার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে খালি হাতে কখনও ফিরে আসে না। দোলন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করি।’
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল